শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের বোয়ালখালী বিজ্ঞান অলিম্পিয়াড ও ক্যারিয়ার মিট-আপ প্রোগ্রামের ফাইনাল রাউন্ড সম্পন্ন আলফাডাঙ্গায় থানার ৫০ গজ সামনে দিনে দুপুরে তিন ফ্লাটে দুর্ধর্ষ ও রাতে পাম্প চুরি একটি হারানো বিজ্ঞপ্তি! ট্রেন দুর্ঘটনা নয়-পরিকল্পিত হত্যাকাণ্ড’, দাবি পরিবারের দেশের সংবিধান সংস্কার করে জাতীয় নির্বাচন দিতে হবে।– হামিদুর রহমান এমপি বোয়ালখালী এবালন গামের্ন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ফায়ার সার্ভিস বোয়ালখালীতে ১৩ বছরের শিক্ষার্থীর সাথে ৩৮ বছরের শিক্ষকের বিয়ে বন্ধ করলেন এসিল্যাণ্ড গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় চালক ও সুপারভাইজার নিহত! বোয়ালখালীতে স্কুল পর্যায়ে প্রথম শহীদ মিনার, রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি এখনো বোয়ালখালীতে মাইক্রোবাসে আগুন

পীরগঞ্জে বিএডিসির গভীর নলকূপ গোপনে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
13.1kভিজিটর

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর মৌজায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর আওতায় স্থাপিত একটি গভীর নলকূপ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, নলকূপটি দীর্ঘদিন ধরে একই পরিবারের চার ভাই ও তাদের বোন জামাই পরিচালনা করছিলেন। অভিযোগ রয়েছে, তারা নলকূপটি প্রায় ৭ লাখ টাকায় স্থানীয় কয়েকজনের কাছে বিক্রি করে দিয়েছেন।

এ ঘটনায় কৃষকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বর্তমান পরিচালনা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।স্থানীয় কৃষকদের দাবি, বছরের পর বছর ধরে নলকূপটি পরিচালনা করে আসছিলেন শিমুলবাড়ী গ্রামের হিরু মিয়া, খোরশেদ আলম জুয়েল, মৃত মোস্তাফিজার রহমান ও মৃত জেনারুল ইসলাম—এই চার ভাই এবং তাদের বোন জামাই তৈয়ব আলী। তবে দুই সদস্য মারা যাওয়ার পরও বাকি তিনজন নলকূপটি নিজেদের মতো করে পরিচালনা করে আসছিলেন এবং সাধারণ কৃষকদের এতে কোনো অধিকার দেওয়া হয়নি।

স্থানীয় কৃষক আমিনুল ইসলাম, আহাদ আলী, সিরাজুল ইসলাম, রহিম মিয়া ও রঞ্জু মিয়া বলেন,”একই পরিবারের পাঁচজন মিলে বছরের পর বছর নলকূপটি চালাচ্ছিল। তারা নিজেদের সুবিধামতো পানি দিত, আমরা চাইলে নানা অজুহাত দেখাত। এখন শুনছি, তারা নলকূপটি গোপনে বিক্রি করে দিয়েছে! আমরা কৃষকরা এবার কীভাবে সেচ নেব?”অপর কৃষক জাকির হোসেন, ইসমাইল, রাজা মিয়া, আব্দুর রশিদ ও সায়েদ বলেন,”সরকারি সম্পত্তি কীভাবে বিক্রি করা হলো? এটা তো জনগণের সম্পদ।

আমরা চাই, এই অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি বর্তমান কমিটি বাতিল করে আমাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হোক।”কৃষকদের অভিযোগ, বছরের পর বছর সঠিকভাবে সেচ না পাওয়ায় তাদের ফসলের উৎপাদন কমে গিয়েছে। এখন নলকূপটি বিক্রি হয়ে যাওয়ায় তারা আরও বড় সমস্যায় পড়বেন।

কৃষক রহিম মিয়া বলেন, “আমরা সময়মতো পানি না পাওয়ায় প্রতিবছর ফসলের ক্ষতি হয়। এবার যদি পুরো নলকূপই হাতছাড়া হয়ে যায়, তাহলে আমাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা উপ-সহকারী (নির্মাণ) বিএডিসি কর্মকর্তা নাজমুস সাদাত বলেন,”আমরা কৃষকদের স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি, যেখানে গভীর নলকূপটি গোপনে বিক্রির কথা উল্লেখ রয়েছে। তারা বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিও জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বিএডিসি রংপুর জোনের সহকারী প্রকৌশলী (সওকা) সাইফুল ইসলাম বলেন,”কৃষকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। যদি নলকূপ বিক্রির বিষয়টি সত্য প্রমাণিত হয়, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x