গোপালগঞ্জের বড় বাজারে অভিযান চালিয়ে ২২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় জেলা শহরের বড় বাজার মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, জেলা শহরের মৎস্য আড়তে জাটকা ইলিশ বেচা বিক্রি হয় এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে নাম বিহীন এক আড়ৎ মালিক মাছ রেখে দোকান থেকে সটকে পড়ে।
পরে বাজার কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে আড়তে থাকা ২২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব জাটকা জনসম্মুখে জেলা সদরের ৯টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ পুলিশ ও সদস্যরা উপস্থিত ছিলেন। জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ রক্ষনাবেক্ষণে মৎস্য অধিদপ্তরের এসব অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।