বোয়ালমারী উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ, ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলার পরিষদের আয়োজনে ২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক তানভীর হাসান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিবিদ আলভীর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, প্রকৌশলী পূর্ণেন্দু সাহা প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।