গোপালগঞ্জে চাঁদমারি শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার ৩০ জানুয়ারী বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। শিশু নিকেতন স্কুলে প্রতিষ্ঠাতা জনাব রাইচুজ্জামান ইসলাম (ঠান্ডা মোল্লা) প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অএ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মনোরম পরিবেশের মাধ্যমে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা আনন্দিত বোধ প্রকাশ করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করে
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ আরো কমিটির অন্যান্যরা অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার , শিক্ষক শিক্ষিকা বৃন্দ নরেন বাবু,সন্তোষ বাবু,মিতা, ফারজানা ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।