বোয়ালমারীতে আল -হাসান মহিলা মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ আল-হাসান মহিলা মাদরাসার আয়োজনে সারাদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী।
আল- হাসান মহিলা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট এম এ কুদ্দুস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. জালাল উদ্দিন, একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন, সাংবাদিক এস এম রুবেল প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এম.এ. কুদ্দুস-সহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।