সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রম ২০২৫ এর ইউনিয়ন ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বামন চন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১০০ মিটার দৌঁড়, ভলিবল, কেরামসহ বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় রুপাপাত ইউনিয়নের কিশোর কিশোরী অংশগ্রহণ করে। এসময় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সহকারী সমন্বয়কারী প্রোগ্রাম পরিচালক মোছা. শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসডিসির সিনিয়র সহকারি পরিচালক খন্দকার নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ।
Copyright ©2000-2025, WSB NEWS 24 All rights reserved.