পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং দ্রাব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভার আয়োজন করা হয়।
গত ২৭ই ফেব্রুয়ারি জেলা প্রশাসন পিরোজপুরের উদ্যোগে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা এবং অংশীজনদের সাথে মতবিনিময় সভা এর আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পিরোজপুর জনাব আশরাফুল আলম খান পুলিশ সুপার পিরোজপুর জনাব খান মোহাম্মদ আবু নাসের পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং অন্যান্য অংশীজনবৃন্দ।
রমজান মাসে জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে টহল অভিযান চালানো হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
পাইকারি ও খুচরা বাজারে দ্রব্যমূল্যের ভারসাম্য রক্ষার্থে নিয়মিত বাজার মনিটরিং কৃত্রিম পণ্য সংকটরোধ নিত্য প্রয়োজনীয় পণ্য খেজুর, ছোলা, মুড়ি, মাছ, মাংস ও কাঁচা বাজারের মূল্য যেন ক্রেতা সাধারণের সাধ্যের মধ্যে থাকে সভায় সে ব্যাপারে ব্যাবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়।
পাশাপাশি বিক্রেতাগণ যেন ভোক্তাদের সাথে শোভনীয় আচরণ করে এবং তাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করে সে বিষয়ে আলোচনা করা হয়।
সভার উপস্থিত সকলের সিদ্ধান্ত হল একটাই যে, আসন্ন পবিত্র মাহে রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সকলের সহযোগিতা এবং মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর তদারকি করা।