সুনামগঞ্জ-৪( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা পরবর্তী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুরবান নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সুহেল আহমদের সঞ্চালনায় সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন ছাত্রদল নেতা নাহিদ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন,কুরবান নগর ইউপির ১নং ওয়ার্ড বিএনপি নেতা আবাব মিয়া,১নং ওয়ার্ড বিএনপির নেতা আলাম মেম্বার,আতিকুর রহমান,সুহেল পারভেজ,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফুল মিয়া চেয়ারম্যান,জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,১ম যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম দিলু,যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজ্জাকি কায়েছ,সদস্য ওমর খৈয়াম,সুনামগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম, যুগ্ম আহবায়ক আকবর আলী, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষকদলের আহবায়ক ইকবাল হোসেন, পৌর কৃষকদলের আহবায়ক রুমেন আহমদ,জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সুজন মিয়া, জেলা সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক নুরুল আলম,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সুহেল মিয়া,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন,বিগত ফ্যাসিস আওয়ামী সরকারের আমলে তাদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে গত ১৫ বছর ধরেই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে গিয়ে জেল,জুলুম আর নির্যাতন এবং গুম খুনের স্বীকার হয়ে আসছিল।
এখন যদি কোন দল এককভাবে বলে গত ৫ই আগষ্ট তাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস আওয়ামীলীগ সরকারকে তারা দেশছাড়া করেছিল এটা ভূল হবে। এই আন্দোলন ছিল বিএনপিসহ ছাত্র জনতার আন্দোলন। কেননা বিগত পনের বছর ধরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফ্যাসিস শেখ হাসিনার সরকার হঠানোর আন্দোলন চলে আসছিল।
কাজেই ফ্যাসিসদের দোসরা এখনো বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে নানানভাবে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কাজেই দ্রত জাতীয় নির্বাচন দিয়ে জনগনের নির্বাচিত প্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করলে দেশে অরাজকতা কমে আসবে বলে মনে করেন তারা। নেতৃবৃন্দরা আরো বলেন,আমাদের আশপাশে কিছু সুবিধাবাদিরা রয়েছেন তারা আড়াঁলে আবডালে থেকে আমাদের তৃণমূলের সবার প্রিয় নেতা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড.নুরুল ইসলাম নুরুলের জনসমর্থন দেখে ঈষান্বিত হয়ে নতুন নতুন যড়যন্ত্র করতে পারে । কাজেই সেদিকে খেয়াল রাখতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ ( সদর ও বিশ্বম্ভরপুর) আসনে এড.নুরুল ইসলাম নুরুলকে এই ধানের শীষের মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত বলে দাবী করেন। তাই এই আসনে এড. নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করতে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারুন্যের অহংকার আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট বক্তারা জোর দাবী জানান।
পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।