ইসরাইল ও আমেরিকার গাজা দখলের চক্রান্ত ও ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ওলামা পরিষদ এ কর্মসূচী পালন করে।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর গোপালগঞ্জ কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুসুল্লীরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা জায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার, এ্যাডভোকেট গোলাম মেহেদী খান, এস.এম বাবুল কায়ুম বক্তব্য রাখেন। এ বিক্ষোভ কর্মসূচীতে বিভিন্ন ইসলামীক দলের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, যুদ্ধ বিরতি ঘোষনা করা হলেও রমজান মাসে নির্বিচারে ফিলিস্তিনি নারী শিশুদের হত্যা করা হচ্ছে। কিন্তু মুসলিম বিশ্ব এখনো চুপ করে বসে আছে। ইসরাইলী আগ্রাসন দমাতে হবে সেই সাথে ইসরাইলি ও ভারতীয় পণ্য বর্জন করতে হবে। না কেনারও ঘোষনা দেন তারা।