নোটিশ:-
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট সার্ভার ডেভেলপের কাজ চলছে।  সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

গোপালগঞ্জ জনতা বাইলেনের বাসিন্দা চরমভোগান্তির শিকার!

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
48.3kভিজিটর

গোপালগঞ্জ সাবেক ০৬ নং ওয়ার্ড (বর্তমান ০৯নং) বহু বছর ধরে এই জনতা বাইলেনের এর শেষ প্রান্তের বৈশাখী রোড সংলগ্ন বেশ কয়েকটি হোল্ডিংধারী পরিবার পৌরসভার সকল পাওনা পরিশোধ করার সত্ত্বেও বৈশাখী রোডের সাথে কোন সংযোগ সড়ক না থাকায় পৌরসভা কর্তৃক প্রদত্ত পানি, বিদ্যুৎ, পরিচ্ছন্নতা নিরাপত্তা ও যোগাযোগ সহ নানাবিধ- পরিসেবা প্রথম থেকেই বঞ্চিত।

বর্ষার সময় জলাবদ্ধতা ও সার্বক্ষণিক নিরাপত্তার অভাবসহ নানাবিধ সমস্যায় মানবেতর জীবন যাপন করছেন।এই মহল্লায় একটি মানুষ অসুস্থ হলে কোন উপায় একটা অ্যাম্বুলেন্স প্রবেশ করার সুযোগ নেই এবং আগুন লাগালে ফায়ার সার্ভিস আসার কোন উপায় নেই।আগে যে সকল মেয়র মহাদয় ছিলেন এদের এই এলাকাবাসী বহু দরখাস্ত সহ বহু কাকতি মিনতি করে কোন সূরাহ হয়নি। কারন ছিল অন্য প্রতিপক্ষ মেয়র মহাদয়দে আত্মীয়-স্বজন।

এ কারনে আত্মীয় ক্রোধ করেই এই এলাকাবাসী এই ভুক্তভোগীতে ভুগছে। বর্তমান প্রশাসক (ভারপ্রাপ্ত মেয়র) গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ কাছে লিখিত অভিযোগ করেন,যাহাতে প্রশাসক ভারপ্রাপ্ত মেয়র মহাদয়দের কাছে এলাকার ভূক্তভোগি জনধারন নিরপেক্ষ ও সুষ্ঠু জনতা বাইলেন সংযোগসহ প্রদানের আশাবাদী এমন কি সুবিধা প্রদানের ব্যবস্থা নিলে ভুক্তভোগীরা চির কৃতজ্ঞতা পাশে আপত্ত থাকবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Copyright ©2000-2025, WSB NEWS 24 All rights reserved.

Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x