সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড়ে অবস্থিত পণাতীর্থ ও মহাবারুণী স্নান এলাকা পরিদর্শন করেছেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।
সোমবার সকালে তিনি এ স্থানটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে পুলিশ সুপার পণতীর্থ ও মহাবারুণী গঙ্গাঁ স্নানের স্থানটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি সেখানে আগত পুণ্যার্থীদের সাথে কথা বলে তাদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আগামী ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত যাদুকাটা নদীর তীরে ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তম মহাবারুণী গঙ্গাঁস্নান অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো সনাতন ধর্মের ভক্তবৃন্দের প্রদচারনায় মুখরিত হবে লাউড়ের গড় এলাকার যাদুকাটা নদীর তীর। ফলে বিভিন্ন স্থান থেকে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।