ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অতিদরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন সৎস্য দপ্তর।
২৪ মার্চ (সোমবার) বেলা ১১.৩০ মিনিটে দিকে উপজেলা পরিষদ চত্বরে পুকুর পাড়ে এ আয়োজন করা হয়।
২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতি মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ( ১ ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপকরণ হিসেবে ১০ টি বকনা বাছুর বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল, মৎস্য কর্মকর্তা মো. শাহারিয়া জামান সাবু ( অ.দ.), কৃষি কর্মকর্তা তুষার শাহা,সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার প্রমূখ । উল্লেখ এ অনুষ্ঠানে ভিডিও কলে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রসান্ত কুমার সরকার, বাস্তবায়নে আলফাডাঙ্গা উপজেলা মৎস্য দপ্তর।