মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও জেলা জাতীয়পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলসহ জেলা জাতীয়পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
বুধবার ভোরে এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলের নেতৃত্বে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি,সদস্য শফিকুল আলম উজ্জল,এমদাদুল হক দিলরব,শিক্ষানুবিশ আইনজীবি ও জেলা জাতীয়পার্টির সদস্য আনিসুল হক,সাইফুল ইসলাম,আরিফ জাহান,রুহেল মিয়া,ইমরান আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,যারা বর্তমান সরকারের আমলে যারা শতাধিক গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রচারনায় যান,তারা মূলত নির্বাচন চায় না। তারা সংস্থারের নামে সময় কালক্ষেপন করে দেশকে অস্থিতিশীল করতেই একের পর একেকটা অনাকাংঙ্খিত ঘটনার জন্ম দিয়ে দেশের অর্থনীতিকে ধবংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
তিনি আরো বলেন,যারা বিগত কয়েকমাসে কোটি কোটি টাকার মালিক বনেছেন সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে আমাদের দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপর রাজনৈতিক প্রতিহিংস্রার কারণে তার ব্যাংক হিসাব জব্দ করাসহ তাকে হয়রানি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ।