ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ ( বুধবার) ভোর ৬টা ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়।
এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা, পৌরসভা, বিএনপি রাজনৈতিক দল, প্রেসক্লাব আলফাডাঙ্গা সহ বিভিন্ন প্রেসক্লাব, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সকাল ৬ টায় উপজেলা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল
সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তলোন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পুলিশ,,আনসার, ফায়ার সার্ভিস ও ভিডিপি,বিএনসিসি স্কাউট, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।এসময় কুচকাওয়াজে অংশগ্রহণ সকল প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।সকাল ১১ টায় মাল্টিপারপোস হল রুম বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান , উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তার তুষার শাহা ,প্রাণী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত থেকে শেষে জাতির শান্তি সমৃদ্ধি,দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।উক্ত অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল এর সমাপনী বক্তব্য মধ্যে দিয়ে শেষ হয়।