পবিত্র মাহে রমজানের রোজা শেষে আসছে খুশির ঈদ। নাড়ির টানে বাড়ি ফেরা জনসাধারণের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি ছিনতাই রোধ করার জন্য বাংলাদেশ পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ তৎপরতা বাড়িয়ে টহল পার্টি জোরদার করা সহ অনেক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানের নেতৃত্বে।
পূর্বাঞ্চল হাইওয়ে ডিআইজি হাবিবুর রহমান খান সাংবাদিককে বলেন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিয়া’র দিকনির্দেশনায় বাংলাদেশ হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষার গতি ফিরাতে এবং যানবাহন চলাচল করার ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার মিয়ার দিকনির্দেশনায় বাংলাদেশ হাইওয়ে পূর্বাঞ্চলের ডিআইজি হাবিবুর রহমান খানের প্রচেষ্টায় বাংলাদেশ হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ নতুন উদ্যমে যানবাহন চলাচলের দুর্ভোগ দূর করনে এবং সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ উপলক্ষে পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশ সুপার সহ পুলিশ অফিসার ও ফোর্সরা দিন রাত কাজ করে যাচ্ছেন।পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে।
ইতিমধ্যে পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছেন পুলিশের ঊর্ধ্বতম অফিসারদের এবং পূর্বাঞ্চলের যানবাহনের মালিক ও যাত্রীদের থেকে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের সর্বাত্মক সেবা দেওয়ার বদ্ধপরিকর বাংলাদেশ পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খান সহ তার অফিসার এবং ফোর্সরা।
পূর্বাঞ্চল হাইওয়ে ডিআইজি হাবিবুর রহমান সাংবাদিকদের কে বলেন আমি পূর্বাঞ্চল হাইওয়ে ডিআইজির দায়িত্ব পাওয়ার পরে আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় আমি হাইওয়ে থেকে সব ধরনের চাঁদাবাজি বন্ধকরণসহ যানবাহন চলাচল করার ক্ষেত্রে নির্দিষ্ট গতিসিমা ব্যবহার করার জন্য যানবাহনের ড্রাইভারদেরকে উদ্বুদ্ধ করি।এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের কে সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সাথে বৈঠক করি এবং রেঞ্জ পুলিশের সদস্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে প্রতিনিয়ত।
তিনি আরো বলেন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট করি চেকপোস্টে সহযোগিতা করে হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সদস্যরা। ডিআইজি হাবিবুর রহমান খান বলেন হাইওয়ে চেকপোস্ট বসানোর মাধ্যমে বেপরোয়া গাড়িচালকদের কে সরকারি বিধি মোতাবেক জরিপানা করি এবং সন্দেহভাজন গাড়িকে চেক করি যাতে সড়ক দুর্ঘটনা থেকে সাধারণ জনগণ রক্ষা পায়।তিনি আরো বলেন যতদিন হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকবো আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার সর্বাত্মক চেষ্টা করব শতভাগ সততার সাথে। তিনি আরো বলেন আমার অধীনে ২৬ টি হাইওয়ে থানা আছে সকল থানার অফিসার ফোর্সরা রাতদিন চেকপোস্ট, টহল ডিউটি সহ নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশে আরো ২৫০ জন পুলিশ সদস্য বৃদ্ধি করা হয়েছে বলে জানান বাংলাদেশ পূর্বাঞ্চল হাইওয়ে ডিআইজি হাবিবুর রহমান খান।
বাংলাদেশ হাইওয়ে পূর্বাঞ্চলের বাস মালিক,ট্রাক মালিক,ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায় ডিআইজি হাবিবুর খান রহমান পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের দায়িত্ব নেওয়ার পরে পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থা জোরদার করে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে হাইওয়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে হাইওয়ে ডাকাতি, চাঁদাবাজি, যানজট কমে আসায় সড়ক দুর্ঘটনা এখন নাই বললেই চলে জানান তারা।
তারা আরো বলেন পূর্বাঞ্চল হাইওয়ে ডিআইজি হাবিবুর রহমান খানের নেতৃত্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত ডিআইজি হাইওয়ে পুলিশ ও পুলিশ সুপার সহ পুলিশের অফিসার ও ফোর্সরা প্রতিনিয়তই রাস্তায় টহল ডিউটি করছে যার ফলে আমরা স্বস্তিতে ঈদ যাত্রা করে যার যার গন্তব্যে পৌঁছতে পারতেছি নিরাপদে।