সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমস্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাদাঘাট ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদাঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সেক্রেটারি কামরুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য পদপ্রাথী, বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদলের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ আনিসুল হক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাদাঘাট ইুইনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রাকাব উদ্দিন।
এ সময় আরো বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা যুবদলে যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান আখজ্ঞী । বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সায়েম,তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া, সদস্যসচিব হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক মাহবুব মল্লিক, জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য ওবায়দুর রহমান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানভির মল্লিক নিঝুম, স্বেচ্ছাসেবক দলের থানা আহ্বায়ক মো. শাহিন মিয়া, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা আব্দুল্লাহ, সালমান শাহ কাসেম, উত্তর বড়দল যুবদলের সভাপতি আক্তার হোসেন, কৃষকদলের থানা আহ্বায়ক শাহজাহান কবির, সদস্য আকবর আলী, যুবদল নেতা জহুর আলম, জুয়েল মিযা প্রমুখ।
নেতৃবৃন্দরা জানান, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। তার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তারা আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১( জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ত্যাগি ওজনদরদী নেতা হিসেবে মোঃ আনিসুল হকের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে এই আসনে আনিসুল হককে ধানের শীষের প্রার্থী করতে দলীয় চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবী জানান।