নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় আজ রবিবার ৩০শে মার্চ ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকায় প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেডিএফ শোরুমে এক শতাধিক অসহায় ও দুরস্ত মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ শিব্বির হোসেন (সেকেটারি কিশোরগঞ্জ জামায়াতে ইসলাম)
তিনি বলেন কিশোরগঞ্জ কেডিএফ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় ও দুরস্থ সেবা করে আসতেছে।তিনি বলেন কিশোরগঞ্জ উপজেলা একমাত্র একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক মুনাফা অংশ ইসলামীক শরিহা মোতাবেক দান করে থাকেন।আগামীতে প্রতিষ্ঠানের যে ব্যবসায় আর সম্প্রসারন হয় এই আশা ব্যক্ত করেন।তিনি বলেন,আমাদের প্রত্যেক মানুষের উচিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতিম অসহায় এবং দুরস্থ মানুষদের মাঝে আনন্দ ভোগ করে নেওয়া ও তাদের পাশে দাঁড়ানো।
আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান (বিশিষ্ট লেখক ও কলামিস্ট) তিনি বলেন আমি কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানের উপদেষ্টা কমিটিতে রয়েছি,আমি প্রত্যক্ষ করেছি যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানটি প্রতি বছর মানুষকে সাহায্য করে আসতেছে। বিভিন্ন প্রকৃতিক দূর্যোগ বন্যায় গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানটি আর এগিয়ে যাগ এই কামনা করি।
এসময় আর উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান
আব্দুল কাইয়ুম (প্রতিষ্ঠতা কেডিএফ ফাউন্ডেশন) মোঃ আওলাদ হোসেন, সিপন সেন লিওন, মোঃ খতিবুর ইসলাম,মোঃ শাহ আলম, মোঃ নাইম ইসলাম,মোঃ ফরহাদ রেজা,মোঃ আশরাফুল ইসলাম সহ আর অনেকে।