ফিলিস্তিনবাসীর জন্য দোয়া ও জুলাই কোন অভ্যুত্থান শহীদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
রোববার বিকেলে উপজেলা অডিটরিয়াম হলরুমে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্রীয় সমন্বয় মোঃ হাসিবুল ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর ১ আসনের সব সদস্য প্রার্থী হাসিবুর রহমান অপুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি আব্দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় ফারহান হাসান বর্ণ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তৌহীদ আহমেদ আশিক, জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলার সংগঠক ডাক্তার বায়েজিদ হোসেন শাহেদ প্রমুখ।
মোঃ অনিক ও মেহেদী হাসান তমাল এর সঞ্চালনায় জেলার বিভিন্ন স্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।