চট্টগ্রামের বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ পদ প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমেদ খান।
আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে বোয়ালখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। এসময় সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় কালে বিএনপি অঙ্গসংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব ইউসুফ চৌধুরী যুগ্ম আহবায়ক, এম কামাল উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক, ফারুক সুজন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মুসলিম মিয়া, পৌরসভা বিএনপির সদস্য রফিকুল ইসলাম মোহাম্মদ ইউনুস, মোজাম্মেল হক, মোঃ হারুন, কাজী কামাল, জাহাঙ্গীর আলম খোকন, মনজুর হোসেন, হাচি মিয়া, চরখিদিরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিরাজুল মোস্তফা, জসিম উদ্দিন , জানে আলম, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রাসেল, দক্ষিণ জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইলিয়াস চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জানে আলম, আজগর, শাহাজান, যুবদল নেতা হাসান মেহেদী, দক্ষিণ জেলা কৃষক দলের নেতা নজরুল ইসলাম বাবু, পৌরসভা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আব্বায়ক আমির হাসান জুয়েল, পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক হারুন, সদস্য সচিব সাইফুল রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আব্বায়ক মোঃ ফয়সাল, মোহাম্মদ সোহেল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।