দক্ষিন এশিয়ার সর্বাধুনিক সুপরিকল্পিত শহর রাজধানীর পূর্বাচল। নাগরিক সুবিধার সংযোজনে এশিয়ার শ্রেষ্ঠ স্যাটেলাইট এ শহরে দিন দিন অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। মনোরম পরিবেশে দিনের পূর্বাচল দৃষ্টিনন্দন হলেও রাতের পূর্বাচল ভয়ঙ্কর। এখানেই স্থায়ী ভেনুতে হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য, পর্যায়ক্রমে শুরু হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম। ইতোমধ্যে পূর্বাচলের নিরাপত্তায় সেনা, র্যাব, ফায়ার সার্ভিস এবং পুলিশসহ নিরাপত্তা সংস্থাগুলো দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে। কিন্তু সাংবাদিকদের পূর্বাচলে বসার জন্য নিদিষ্ট কোনো জায়গা না থাকার কারনে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহ করতে এসে হিম সিমের শিকার হতে হয়। পূর্বাচলে নীর্বিঘ্নে সংবাদ সংগ্রহ ও প্রকাশে একটি সংগঠন প্রতিষ্টায় সাংবাদিকদের প্রাণের দাবির প্রেক্ষিতে যমুনা টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদিন জয়ের উদ্যোগে উদীয়মান পেশাজীবি সংবাদকর্মীদের সমন্নয়ে পূর্বাচল রিপোর্টার্স ক্লাব প্রতিষ্টা করা হয়।
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পূর্বাচলের ১১ নং সেক্টরের মাজার রোডে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঈদ পূর্ণ মিলনিতে সাংবাদিকদের মিলন মেলায় সাংবাদিক নেতা জয়নাল আবেদিন জয়ের আনুষ্ঠানিক ঘোষনায় সংগঠনটি আত্মপ্রকাশ করে এর পথচলাকে সুন্দর ও জনকল্যাণমুখী করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।