বরিশালের হিজলায় আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক রতন রাড়ী’র ছেলে চুরি ডাকাতি সহ প্রায় ১ ডজন মামলার আসামি গরু চোর সিন্ডিকেটের অন্যতম হোতা বাবলু রাড়ী’কে গ্রেফতার করেছে হিজলা থানা পুলিশ।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাসস্ট্যান্ড থেকে বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে বাবলুকে গ্রেপ্তারের সংবাদে তার এলাকা ধুলখোলা ইউনিয়নে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে, তারা উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে বাবলুকে তার অপরাধের জন্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন।