কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাট ও উফসি আউশ ধান ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ রুমে ১১.৩০ মিনিটের দিকে কৃষকদের সাথে সার ও বীজের বোপন ও পরিচর্যা নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা কৃষি অফিসার তুষার সাহা,বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাইফুল ইসলাম,
অফিস সূত্রে জানা যায়,এ বছর পাটবীজ ১০ তারিখে মধ্যে ৯৫০ জন প্রতি জনে ১ কেজি পাটবীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং আফশি আউস ধান ৩০ এপ্রিল ১০০ জনের মধ্যে প্রতিজন পাঁচ কেজি ধান,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি কৃষকের মাঝে বিতরণ করা হবে। আয়োজনে আলফাডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।