শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার ছয় লেনে উন্নীত করার নির্দেশনা চট্টগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান গোপালগঞ্জে টুঙ্গিপাড়া অভাব ও অসুস্থতায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা! মেঘনা নদীর অভয়াশ্রম অভিযানে বিপুল পরিমাণ জাল ও খুটি জব্দ ময়লা আবর্জনা হতে মুক্তি চায় একোর্ডবাসী, নিজ ছেলের দায়ের কোপে মা মনজিলা খুন শান্তিগঞ্জে ভূমিখেকোদের বিরুদ্ধে প্রাঃ স্কুল মাঠ থেকে অবৈধভাবে মাঠি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মহিলা কলেজের টাকায় অধ্যক্ষ পান্তা ইলিশ খাওয়ালেন নেতাকর্মীদের প্লট দুর্নীতিতে হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শান্তিগঞ্জের উকারগাঁও গ্রামের মনির হোসেন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

এসএসসি পরীক্ষা শুরু, চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
11.7kভিজিটর

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রামসহ ৫ জেলায় পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৫ জেলায় ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের মোট এক লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী এবার এসএসসিতে অংশ নিচ্ছেন।

এর মধ্যে ৭৯ হাজার ১৬২ জন ছাত্রী ও ৬১ হাজার ৭৬৫ জন ছাত্র। ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ বিভাগ থেকে অংশ নেবেন ৫৭ হাজার ৪৬৬ জন। মানবিক বিভাগে ৪৭ হাজার ৯০৩ এবং বিজ্ঞান বিভাগে ৩৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

৫ জেলার মধ্যে প্রতিবারের মতো চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। চট্টগ্রাম জেলায় ৯৯ হাজার ২৪৬ জন পরীক্ষায় অংশ নেবেন। কক্সবাজার জেলায় ২১ হাজার ১৯৩ জন এবং তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৭ হাজার ৯৭৪ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ১৭৯ এবং বান্দরবান জেলা থেকে ৪ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

উল্লেখ্য, গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ওএমআর শীটসহ যাবতীয় খাতাপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্র পরিদর্শনের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও কেন্দ্র সচিবরা পরীক্ষার দিন সকালে ট্রেজারি শাখা থেকে পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাবেন। ‘পরীক্ষার্থীদের অভিভাবকদের কাছে আমরা অনুরোধ করব তার যেন পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে নিয়ে যান। পাশাপাশি পরীক্ষার সরঞ্জাম ছাড়া কোন ধরনের ডিভাইস যেন তারা সঙ্গে না রাখে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x