ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে অনুষ্ঠিত হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ১০০৫ জন পরীক্ষার্থী বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কিছু নির্দেশনা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল । প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে।
উপজেলা সূত্রে জানা যায়, এবার ১২টি স্কুল থেকে ২ টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থী ৬৪৭, উপস্থিত ৬৩৮ ,অনুপস্থিত ৯ জন,বহিষ্কার নেই।৪ টি কারিগরি ভোকেশনাল স্কুল থেকে ১ টি কেন্দ্রে ১৬৭ পরিক্ষার্থী মধ্যে ১৬৬ উপস্থিত, অনুপস্থিত ১ জন,বহিষ্কার নেই।৭ টি মাদ্রাসা থেকে ১ টি কেন্দ্রে ১৯১ জন পরিক্ষার্থী মধ্যে উপস্থিত ১৮৪ ,অনুপস্থিত ৭ জন,বহিষ্কার নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোজাম্মেল হক জানান, এ বছর আলফাডাঙ্গায় ৪ কেন্দ্রে ৪৫ টি রুমে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল স্যার ৪৫ টি পরীক্ষার হল রুমে একটি করে দেয়াল ঘড়ি দিয়েছেন পরীক্ষার্থীদের সময় দেখার জন্য। প্রতিটা রুমে একটি করে চার্জার লাইট ও
দুটি করে এলইডি ভাল্ব (লাইট) দিয়েছেন যাতে বিদ্যুৎ চলে গেলে রুম গুলোই আলো থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার হলে কোন প্রকার ঘড়ি ও মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ। তাই পরীক্ষার্থীদের সময় দেখার জন্য পরীক্ষার প্রতিটা রুমে একটি করে দেয়াল ঘড়ি দেয়া হয়েছে।সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে,আজ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে সম্প্রতি এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ১০ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।