শিরোনাম:
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার,চকরিয়া সাফারি পার্কে অবমুক্ত আলফাডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে চরম বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা বোয়ালমারীতে জামায়েত ইসলামী নেতাদের সংবাদ সম্মেলন ঢাকায় জাতীয়পার্টির চেয়ারম্যানের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন এড. নাজমুল হুদা(হিমেল)সহ সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দরা সুনামগঞ্জের ১৩৭টি হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে, ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কায় প্রশাসনের ৩টি দপ্তরের সরকারী ছুটি বাতিল ঘোষনা হিজলায় সেচ্ছাসেবক লীগ সভাপতিকে আটক করে রহস্যজনক কারনে ছেড়ে দিলো পুলিশ। বোয়ালমারীতে ফসলি জমির কেটে মাটি বিক্রি, ভূয়া সাংবাদিক সেজে হুমকি দিচ্ছে ভূমিদস্যু হারুন ফরিদপুরে খোদ মহাপরিচালকের বিরুদ্ধে টেন্ডার বানিজ্যের অভিযোগ রূপগঞ্জের চনপাড়ায় মাদক বিরোধী প্রতিবাদ মিছিল গোপালগঞ্জে দুই ছাত্র সমন্বয়ক সন্ত্রাসী হামলার শিকার!

পূর্ব শত্রুতায় প্রতিপক্ষের হামলায় আলফাডাঙ্গায় এক কৃষক গুরুতর আহত

আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
13.9kভিজিটর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গ্রাম্য দলাদলির পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
গত শনিবার সকাল ৬:৩০ মিনিটে দিকে একই উপজেলা টগর বন্ধ ইউনিয়ন টিটা গ্রামে ঘটনা ঘটে।
এ ঘটনায় ইমদাদুল শেখ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রাম্য দলাদলির পূর্ব শত্রুতায় বিরোধ জেরে গত ১২ এপ্রিল রাতে একটার দিকে ইমদাদুল শেখ ঘুম থেকে উঠিয়া বসত বাড়ির সামনে রাস্তায় গেলে প্রতিপক্ষ জুবায়েত মোল্লা(৩৮) ও ফাহিম মোল্লাকে (৩০) দেখতে পায়।এতো রাতে এখানে কি করিস জিজ্ঞাসা করলে পূর্বপরিকল্পিত উদ্দেশ্যে হাতাহাতি ও খুন করার হুমকি দিয়ে চলে যায় তারা।
পরে সকাল ৬:৩০ মিনিটের দিকে পার্শ্ববর্তী উপজেলা কাশিয়ানী বাজারে যাওয়ার উদ্দেশ্যে সোহাগ মোল্লা (৪৫) বাড়ির সামনে পাকা রাস্তায় গেলে প্রতিপক্ষ সোহাগ গং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সংবাদ শুনে ইমদাদুল শেখ এর পক্ষের লোকজন ঘটনাস্থলে পৌছালে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।এমদাদুলকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ ঘটনায় হাসপাতালে এমদাদুলের রড় ভাই বলেন মাথায় দেশীয় অস্ত্রের কোপে ১৪ টি সেলাই ও শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান বলেন,মাথায় জখম স্থানে সেলাই করা হয়েছে। এখন হাসপাতালে ভর্তি ,তবে শঙ্কামুক্ত আছে।

এদিকে সোহাগ মোল্লা বলেন, এমদাদুলের আমাদের উপর হামলা করেছে।আমাদের ও একজন আহত হয়েছে।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) হারুন অর রশিদ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ তদন্ত গিয়েছে,মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x