বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদের
আলম এর উদ্যোগ বরিশাল রেঞ্জে শতভাগ সততার সাথে পুলিশ কনস্টেবল নিয়োগ এবং তার দায়িত্ব নেওয়ার পরে বরিশাল রেঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সহ সকল অপ্রতিকার পরিস্থিতি মোকাবেলা করে আসছেন দক্ষতার সাথে।
সম্প্রতি কয়েকদিন পরই পুলিশ কনস্টেবল নিয়োগ হবে বরিশাল বিভাগের ছয়টি জেলায়।পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে বরিশাল রেঞ্জ ডিআইজি কঠোর এক ভিডিও বার্তা দিয়ে বলেন বরিশাল রেঞ্জে কনস্টেবল পুলিশ নিয়োগ হবে বিনা পয়সায় এবং শতভাগ সততা ও নিরপেক্ষতার সাথে।বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদের আলম বলেন আমার ব্যক্তিগত বরিশাল রেঞ্জে একজন পুলিশ কনস্টেবল চাকুরী প্রার্থী নেই।
তিনি আরো বলেন আমার রেঞ্জে যতজন জেলা পুলিশ সুপার আছে তাদের ও কোন এই নিয়োগে কনস্টেবল প্রার্থী নেই এবং থাকবেও না এটা আমার কঠোর নির্দেশ।বরিশাল রেঞ্জ ডিআইজি আরও বলেন আপনারা কাউকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না।এই পুলিশ কনস্টেবল নিয়োগ হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ।
কনস্টেবল প্রার্থীদের মধ্য হতে যারা পরীক্ষায় এবং অন্যান্য সকল কার্যক্রমে এগিয়ে থাকবে তাদেরকেই নিয়োগ দেওয়া হবে কারো কোন সুপারি শোনা হবে না।তিনি আরো বলেন আমার বরিশাল রেঞ্জে সকল পুলিশ অফিসার ফোর্সরা এখন দুর্নীতি ও ঘোষমুক্ত। পুলিশের মধ্যে কেউ ঘুষ নেবে না এবং কাউকে ঘুষ দেবে না এটাই আমাদের বরিশাল রেঞ্জ পুলিশের অঙ্গীকার।
বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, বরিশাল মঞ্জুর মোর্শেদ আলম বরিশাল রেঞ্জে যোগদান করার পর থেকেই তিনি তার চৌকাশতা সততা আর নির্বিকতা দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন বরিশাল রেঞ্জে।রেঞ্জ ডিআইজি সর্বদা তদারকি করতেছেন বরিশাল রেঞ্জের সকল পুলিশ সুপারদের প্রতিনিয়ত।
৫ই আগস্ট এর পরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের আইন-শৃঙ্খলার কিছুটা অবনতি হলেও বরিশাল রেঞ্জ ডিআইজির তৎপরতায় বরিশাল রেঞ্জে পুলিশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল ৫ই আগস্টের পরে যা এখনো বিদ্যমান আছে।
বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের কর্মকাণ্ড এক অনন্য দৃষ্টান্ত উপহার দিয়েছে বরিশাল রেঞ্জে তার যোগদান করার পর থেকেই।বরিশালের সর্বমহল থেকে অনুসন্ধান করে জানা যায় বরিশাল রেঞ্জে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।