নারায়ণগঞ্জেন রূপগঞ্জে এক মুক্তিযোদ্ধার বাড়িতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের সময় তিনি মসজিদে গেলে সংঘবদ্ধ চোরচক্র কৌশলে ঘরে ঢুকে নগদ টাকাসহ ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল আলীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা আব্দুল আলী মিয়া জানান, গত বৃহস্পতিবার ভোরে তিনি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে সংঘবদ্ধ চোরের দল কৌশলে দড়জা খুলে তার প্রবেশ করে।
পরে তার ওয়ারড্রপের উপরে বক্সে রাখা নগদ টাকা, মোবাইল ফোনসহ ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরে ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে চেনা যায় স্থানীয় দক্ষিনবাগ এলাকার গফুর মিয়ার ছেলে তাদের সাবেক গাড়ী চালক মো: শাকিল মিয়া এ চুরি করেন।
পরে শকিন মিয়া তার ভভগ্নিপতি আ:করিম ও পাপ্পুর কাছে চুরি ঘটনা স্বীকার করলে ও মালামাল এবং নগদ টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
এ ঘটনায় রুপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Copyright ©2000-2025, WSB NEWS 24 All rights reserved.