বাডির পালানে গাছ কাটা কেন্দ্র করে ছেলের দায়ের কোপের আঘাতে মনজিলা বেগম জিরা ৬০ নামে এক মা খুন হয়েছে।
(মঙ্গলবার) ১৫ এপ্রিল সকাল ১০টায় জামালপুর পৌরসভার হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প রেলর্ঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজিলা বেগম জিরা হাটচন্দ্রা গ্রামের তোতা মিয়ার স্ত্রী । খবর পেয়ে সদর থানা পুলিশ ও জামালপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, , টাকার অভাবে বাডির পালানে থাকা গাছ বিক্রি করেন নিহত মনজিলা। গাছ ব্যাবসাহী ফরিদ গাছ কাটতে আসলে তাকে নিহত ছেলে মনজুরুল ইসলাম মন্জু বাধা দেয় ও কথাকাটাকাটি হয়।
এসময় মনজিলা বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে ছেলে মনজুরুল ইসলাম (৩৮) এলোপাথারি ভাবে তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে । এ সময় গাছ ক্রেতা হইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। আহত ব্যক্তি জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু মো: ফয়সল আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চলছে বলেও তিনি জানান।
Copyright ©2000-2025, WSB NEWS 24 All rights reserved.